ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পূর্ব-বিরোধের জের ধরে দু’মহল¬বাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন লোক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভা এলাকার বাজনামহল ও লেবারপাড়া এলাকাবাসির মধ্যে রেলওয়ে গেষ্ট হাউজ ও ভাজনামহল এলাকায় দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে ৩রাউন্ড টিয়ারসেল নিক্ষেপের পাশাপাশি ব্যাপক লাঠিচার্জ করে। সংঘর্ষে আহত আলমগীর হোসেন, কয়েছ মিয়া, তুহিন আহমদ, জসিম উদ্দিনসহ ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌরসভার ৫নং ওয়ার্ডের লেবারপাড়া আবাসিক এলাকার নুরুল মিয়ার পুত্র ও পেপার মিল উচ্চ বিদ্যালয়ের এলাকার ছাত্র রাসেদ মিয়াসহ ৩জনকে ছুরিকাঘাত করে ৪নং ওয়ার্ডের বাজনামহল আবাসিক এলাকার আতাউর রহমানের পুত্র একই বিদ্যালয়ের ছাত্র রিপন মিয়াসহ কয়েকজন। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরুর এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লাঠি-সোটা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন লোক আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জের পর ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। গুরুতর আহত ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল ও অন্যান্য আহতদের ছাতক উপজেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।