আব্দুর রাজ্জাক
বৃষ্টি পড়ে শ্রাবণ মাসে
টিনে বাজে শব্দ,
দুষ্টু কামাল বন্দী ঘরে
মায়ের ভয়ে জব্দ।
মবিন চলে ঘোড়ার বেগে
দৌড়ে মাঠে বনে,
পাখির সাথে কথা বলে
বৃষ্টি ভেজা ক্ষণে।
দুষ্টু কামাল জানালা দিয়ে
দেখে পাখির খেলা,
বন্দী ঘরে একলা বসে
কাঁদে সারাবেলা।
পাখি ডাকে বৃষ্টি ডাকে
কামাল থাকে বসে,
ছুটাছুটি করে কামাল
হাতে গামছা কষে।