ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বিষাক্ত ভিমরুল পোকা (ভেঙ্গুর) কামড়ে হাসান (৫) নামের আহত এক শিশুর মৃত্যু ঘটেছে। সে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের আবুল কালামের পুত্র। এনিয়ে একই পরিবারের যমজ দু’সহোদরসহ একসপ্তাহে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির কহল্লা গ্রামের কামাল আহমদ পুত্র হাসান আহমদ (৫) নামের এক শিশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে নিহত হাসানের জমজ ভাই হোসেন আহমদ (৫)কে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে বসত বাড়িতে বিষাক্ত ভিমরুল পোকা (ভেঙ্গুর) কামড়ে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের আবুল কালামের স্ত্রী হেলেনা বেগম (৩৫), মেয়ে কলি বেগম, ও ছেলে হাসান ও হোসেন আহত হয়। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওইদিন হোসেন আহমদের ও শুক্রবার চিকিৎসাধিন অবস্থায় হোসেনের ভাই হাসান আহমদের মৃত্যু ঘটে।
২৩ সেপ্টেম্বর কালারুকা ইউনিয়নের সঙ্করপুর (নজমপুর) গ্রামের মছকন্দর আলীর পুত্র আমির আলী (১৮) পুকুর পারে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত হলে ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধিন অবস্থায় হাসপতালে তার মৃত্যু হয়। ২০ সেপ্টেম্বর উত্তর খুরমা ইউপির নানশ্রী (এলংগি) গ্রামের মফিজ আলীর পুত্র মনোহর আলী (৩৫) ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই মারা যায়।