সিলেটের সম্ভাবনাময় খাত সমূহের বিকাশের লক্ষ্যে সিলেট চেম্বারে তথ্য প্রেরণের আহবান

41

সিলেট চেম্বার প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্প ও পর্যটন খাতের বিকাশ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে। সম্প্রতি সিলেট চেম্বার সিলেটের সম্ভাবনাময় খাত সমূহ যেমন আইটি, ট্যুরিজম, শিক্ষা ও স্বাস্থ্য, সিরামিক, আগর-আতর শিল্প, স্টোন ও ব্রিক্স, মৎস্য ও পশুপালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, বেত শিল্প, কৃষিজাত শিল্প ইত্যাদি খাতের বিকাশের লক্ষ্যে এসব খাতের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত গবেষণাপত্র তৈরীর জন্য এসব খাতের সাথে জড়িত উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিকট হতে প্রস্তাবনা/সুপারিশ ইত্যাদি আহবান করা যাচ্ছে। এসব খাতের সাথে জড়িত উদ্যোক্তাদের প্রস্তাবনা/সুপারিশ গবেষণাপত্রে অন্তর্ভুক্ত করা হবে এবং সমস্যাবলী নিরসনের লক্ষ্যে সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হবে। বিজ্ঞপ্তি