প্রবীণ শ্রমিক নেতা ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ মিয়ার শোক সভায় বক্তারা বলেছেন, সকল দ্বন্দ্ব ও মতের ঊর্ধ্বে উঠে আব্দুল্লাহ মিয়া শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন। সংগঠনের দুর্দিনে সকল ট্রাক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের প্রথা চালু করেছিলেন। শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ সুর। শ্রমিকদের সুঃখে-দুঃখে পাশে থাকাই ছিলো তার আদর্শ ও নীতি। বক্তারা বলেন আব্দুল্লাহ মিয়ার মৃত্যুতে শ্রমিকরা তাদের আপনজন ও একজন অভিভাবককে হারালো। গতকাল বুধবার বিকেলে দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরি সভপতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় শোক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, সিনিয়র সহ সভাপতি মোঃ দিলু মিয়া, সহ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক রহমত আলী তারেক, প্রচার সম্পাদক মানিক মিয়া, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য হাসমত আলী হাসু, কানু মিয়া, আলাউদ্দিন আলাই, বিলাল আহমদ, ফয়ছল আহমদ, নূর উদ্দিন, সুহেল আহমদ, আশরাফ উদ্দিন, লায়েক আহমদ, সাবেক সহ সভাপতি আরফান আলী, শ্রমিক নেতা শফিক আহমদ, বাচ্চু মিয়া, কামাল আহমদ, সেলিম আহমদ, জৈন্তাপুর আঞ্চলিক কমিটি নেতা সুহেল আহমদ, মোগলাবাজার থানা আঞ্চলিক কমিটি সভাপতি বদরুল ইসলাম, সম্পাদ মোঃ মারুফ আহমদ, গোয়াইঘাট আঞ্চলিক কমিটি নেতা কুতুব উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি