জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনাসভা ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২৪ জুলাই রবিবার জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে র্যালি সহ পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, ব্যবসায়ী ফয়েজ উল্লাহ, মইন উদ্দিন, সাবেক ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু প্রমুখ।