প্রতিযোগিতামূলক বিশ্বে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই – বদরুল ইসলাম শোয়েব

44

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন- বর্তমান সরকার আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে সঠিক এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। প্রতিযোগিতামূলক বিশ্বে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের কাছে অনুকরণীয় হয়ে ওঠেছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক, উপবৃত্তি, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌছে দেয়াসহ শিক্ষাক্ষেত্রে সরকারের সাফল্য অনেক।
তিনি গোলাপগঞ্জ উপজেলার শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক এনামুল কবীরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আরিফ আহমদ মজনু, জোবায়ের আহমদ আনা, শিক্ষক হাফিজ খলিল আহমদ, সোনা মিয়া, নির্মল কান্তি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি