রোহিঙ্গাদের নামে সংগ্রহ করা কাপড় বিতরণ হচ্ছে মালনিছড়া চা-বাগানে !

42

স্টাফ রিপোর্টার :
মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য সিলেট থেকে সংগ্রহ করা ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে মালনিছড়া TTTচা-বাগানে। রোহিঙ্গাদের পুরনো কাপড় দেয়ার সুযোগ না থাকায় গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় একটি মাদ্রাসা কর্তৃক সংগৃহীত এসব কাপড় ফেলে দেয়া হয়। স্থানীয়রা জানান, বাদ জুম্মা নগরী থেকে (ঢাকা মেট্রো ড-১১ ৪১৯৯) ট্রাকে বোঝাই করে পুরনো কাপড় লাক্কাতুরা এলাকায় ফেলে দেয়া হয়। এ সময় স্থানীয় অনেককে এই কাপড় নিয়ে টানাটানি করতে দেখা যায়।
ট্রাকচালক আলমগীর দিদার বলেন, নগরীর ফুলতলী মাদ্রাসার হুজুর মাওলানা মুহিবুর রহমান ট্রাকে করে রোহিঙ্গাদের জন্য সংগৃহীত কাপড়গুলো ফেলে দিতে বলেন।
ফুলতলী মাদ্রাসার সাবেক ছ্ত্রা মাওলানা মুহিবুর রহমান জানান, সিলেটে অনেক লোক কাপড় দিয়েছেন, এর মধ্যে অনেক কাপড় ছেড়া রয়েছে। আমরা এগুলো কাপর রোহিঙ্গাদের দিচ্ছিনা। সুরমা নদীতে ফেলার কথা অস্বীকার করে তিনি বলেন, আমরা ড্রাইবার দিলোয়ারকে বলেছি গরীবদের দিয়ে দেওয়ার জন্য।