স্টাফ রিপোর্টার :
নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ও রাতে এই দুটি অভিযান চালায় র্যাব-৯।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল ৪টা ও রাত ১০টায় ঘাসিটুলা মোকামবাড়ী এলাকায় ও মজুমদারপাড়া (কানিশাইল) ঈদগাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলারত অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হচ্ছে, জালালাবাদ থানার বাদে আলী গ্রামের মৃত সুনাফর আলীর পুত্র মো. সুমন আহম্মেদ (৪৫), লালমনিরহাট জেলার আদিতমারি থানার পশ্চিম দুলজর গ্রামের মৃত হানিফ উদ্দিনের পুত্র মো. মনোহর আলী (৪০), মৌলভীবাজার সদরের শিমুলিয়া থানার ময়না মিয়ার পুত্র জাহিদ আহম্মেদ (২২), ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরের সাতগাও গ্রামের দুলাল মিয়ার পুত্র সজিব আহম্মদ (২১), নবীগঞ্জের গোপলার বাজার রেনু মিয়ার পুত্র রাজিব আহম্মেদ (২৪), বানিয়াচংয়ের শান্তিপুরের সুরত আলীর জুনায়েদ (২২), দক্ষিণ সুরমার খানোয়া গ্রামের মৃত রিয়াজ মিয়ার পুত্র মো.করিম (৩৩), দিরাইয়ের মুরাদপুরের আমির হোসেনের পুত্র ইমরান (২২), বিশম্ভপুরের শক্তিয়ারখলার গ্রামের মৃত সাজুল ইসলামের পুত্র শাহাবুদ্দিন (২৩), নেত্রকোনার বারহাট্টার রইছ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২২) ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের মৃত ঝাক্কু মিয়ার পুত্র ঝলক (১৯)। এ সময় তাদের হেফাজত থাকা ১৫ হাজার ৩৩৫ টাকা ও ৩ সেট তাস জব্দ করা হয়। র্যাব বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।