র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলের অভিমত ॥ কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত বস্তুটি বোমা নয় – আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র

86

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ডাউকেরগুল গ্রামের ওলিউর রহমানের বাড়ীর পাশ থেকে গতকাল Buma A Picসোমবার একটি গাছের ডাল থেকে উদ্ধারকৃত বস্তুটি বিস্ফোরক জাতীয় বোমা নয়, এটি আবহাওয়া আর্দ্রতা মাপার পরিত্যক্ত বেলুন জাতীয় যন্ত্র বলে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল জানিয়েছে। গতকাল সোমবার সকালের দিকে ওলিউর রহমানের বাড়ীর পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় একটি গাছের সাথে বেলুন সহ বোমা সাদৃশ্য বস্তুটি দেখে এলাকার স্থানীয় মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়। ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষণিক সকাল সাড়ে ১০টার দিকে কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে র‌্যাব-৯ এর বোমা বিশেষজ্ঞ দলের ডিএডি নাজির আহমদের নেতৃত্বে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। বস্তুটি উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষা করার পর র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল নিশ্চিত হন নিষ্ক্রিয় বেলুন সহ উদ্ধারকৃত বস্তুটি আকাশের গতিবেগ, তাপমাত্র, আবহাওয়া আদ্রতা মাপার একধরনের ইলেক্ট্রনিক্স যন্ত্র, কোন ধরনের বোমা জাতীয় বিস্ফোরক দ্রব্য নয়। পরে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল উদ্ধারকৃত বস্তুটি কানাইঘাট থানায় নিয়ে এসে নিষ্ক্রিয় করেন। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলের ডিএডি নাজির আহমদ স্থানীয় সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত বস্তুটি আবহাওয়া আদ্রতা মাপার যন্ত্র, আমাদের দেশের আবহাওয়া বিভাগ আকাশের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করে থাকেন। উদ্ধারকৃত যন্ত্রটিতে কোন ধরনের বিস্ফোরক নেই। তবে যন্ত্রটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা বিমান বাহিনীর নয় দাবী করে বলেন, এটা পার্শ্ববর্তী ভারত থেকে উড়ে এসে এখানে নিষ্ক্রিয় হয়ে পড়ে। যন্ত্রটির গায়ে মেইড ইন জার্মান লিখা রয়েছে, রেডিও সন্স নামে আবহাওয়া আর্দ্রতা মাপার যন্ত্রটি পরিচিত। থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া জানিয়েছেন, ডাউকেরগুল গ্রামে ওলিউর রহমানের বাড়ীর পাশে বোমা সাদৃশ্য বস্তু পড়ে রয়েছে সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার নেতৃত্বে একদল পুলিশ সেখানে ছুটে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি, উদ্ধারকৃত আবহাওয়া আদ্রতা মাপার যন্ত্রটি থানায় রক্ষিত রয়েছে বলে তিনি জানান।