ফেঞ্চুগঞ্জে ১৬ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

43

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ সুলতান পাশার ব্যবহৃত মোটর সাইকেলের ক্ষতি সাধনের ঘটনায় ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা আহবাব মোক্তাদীরসহ ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের ১৬ ছাত্রদল নেতাকর্মীকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানার মামলা দায়ের করেছেন। মামলার প্রতিবাদে গতকাল রবিবার বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গত শনিবার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, রবিবার ছাত্রদল নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ এনে বিক্ষোভ করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা শতাধিক মোটর সাইকেলে মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে শ্লোগান দেয়।
উল্লেখ্য, গত শনিবার ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ নেতা নাহিদ সুলতান পাশার মোটর সাইকেল কে বা কারা রামদা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।