বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে ১৬নং ওয়ার্ডের মানববন্ধন ॥ ২১ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ বিল ঠিক করে দেওয়া না হলে কঠোর কর্মসূচী

57

সিলেট নগরীর ১৬নং ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের প্রতিবাদে ও DSC_0751 copyনির্ধারিত বিদ্যুৎ বিল দেওয়ার দাবিতে নগরীর মানিকপীড় রোডে সোমবার ১৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এলাকার সমাজসেবক আছাদ আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী আশিক আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সিলেট নগরীর ১৬নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অতিরিক্ত হারে বাড়িয়ে দিয়েছে। যার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা দেখা দেয়। প্রতি মাসে বিদ্যুৎ বিল সঠিকভাবে প্রদান করার পরও বকেয়া বিল এর অজুহাত দেখিয়ে বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের যেসমস্ত কর্মচারীরা ইউনিট সঠিকভাবে প্রদান করেন নি তাদের ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, যদি ২১ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ বিভাগ বিল সঠিকভাবে প্রদান না করে তাহলে ১৬নং ওয়ার্ডবাসী কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ওয়ার্ডবাসীকে নিয়ে এক মতবিনিময় সভা শেষে বিদ্যুৎ অফিসে কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করা হবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার মুরব্বি হাজী সিদ্দেক আলী, আব্দুর রউফ, একরাম আহমদ, বেলাল আহমদ। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কামাল পাশা, রাহেল আহমদ, সাজ্জাদ আহমদ, হারুন আহমদ, একরামূল আজিজ, আবিদ আহমদ, আল আমিন, গিয়াস উদ্দিন, ফরহাদ আহমদ, তামিম আহমদ, রুমান খান, সালা উদ্দিন, রজব আহমদ, আল আমিন তানিন প্রমুখ। বিজ্ঞপ্তি