বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজ প্রগতির আন্দোলনের অগ্রসৈনিক, আমৃত্যু আপোষহীন সংগ্রামী জননেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম ম. আ. মুক্তাদির’র ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বীর মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট সিলেট এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে মরহুমের দক্ষিণ সুমরা কদমতলীস্থ পারিবারিক কবরস্থান জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, জোহরের নামাজের পর কদমতলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তাছাড়াও ১৬ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কদমতলী প্রাইমারী স্কুলে ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি