ছাতকে নৌ পথে চাঁদাবাজির দায়ে ৪ জন আটক

4

ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে সুরমা নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নদীপথে চাঁদাবাজির খবর পেয়ে ছাতক থানা পুলিশের এক অভিযানে রাসেল মিয়া, কবির হোসেন, ইমাদ হোসেন জনি ও আলী আহমদকে গ্রেফতার করা হয়েছে।
তারা সুরমা নদীর মধ্যখান থেকে মালবাহী বার্জ-কার্গো, বাল্কহেড নৌকা থেকে চাঁদা আদায় করা অবস্থায় তাদেরকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। একটি বাল্কহেড নৌকা থেকে আদায়কৃত ৯’শ টাকা, দু’টি রশিদ বহি ও একটি ইঞ্জিনচালিত ছোট নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত রাসেল মিয়া পৌর শহরের মন্ডলীভোগ এলাকার মৃত গোলাম রহমানের পুত্র, কবির হোসেন শারফিন নগর গ্রামের আরব আলীর পুত্র, ইমাদ হোসেন জনি সিকন্দরপুর গ্রামের কছির উদ্দিনের পুত্র ও আলী আহমদ গনেশপুর-নোয়াগাও গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।
ছাতক থানার এসআই লিটন বাদী হয়ে এদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা (নং-৩৩, তাং-২৭.০৮.২০ইং) দায়ের করেছেন।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।