নগরী থেকে ভুয়া পুলিশের এসআই গ্রেফতার

47

স্টাফ রিপোর্টার :
পুলিশের এসআই সেজে প্রতারণা করে এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পরে শ্বশুরের কাছে মোটর সাইকেল SIচাইতে গিয়ে আটক হলেন পুলিশের এসআই পরিচয়দানকারী ভুয়া পুলিশ। নগরীর সোবহানীঘাট থেকে রবিবার তাকে আটক করা হয়।
সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুসা।
সূত্রে জানা যায়, নগরীর সোবহানীঘাটে পুলিশের এসআই পরিচয় দিয়ে এক মেয়েকে বিয়ে করে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা নন্দি গ্রামের ওমর আলীর ছেলে মতছির আলী (৩৫)। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের কাছে বিভিন্ন অজুহাতে যৌতুক দাবি করে ঐ ভুয়া পুলিশ।
এক পর্যায়ে সে একটি পালসার মোটর সাইকেল দাবি করে বসে। তাকে মোটর সাইকেল দেয়া হবে বলে খবর দিয়ে আনেন কোতয়ালী থানার আওতাধীন সোবহানীঘাট এলাকার শ্বশুর বাড়ির লোকজন।
পরে যৌতুক বাবদ শশুরের কাছ থেকে দাবিকৃত পালসার মোটরসাইকেল কিনতে গেলে এ সময় তাকে ভূয়া পুলিশ সন্দেহ হলে কোতয়ালী থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে চ্যালেঞ্জ করে এবং তার সাথে থাকা জাল আইডি কার্ড সহ তাকে আটক করা হয়। পরবর্তীতে কোতয়ালী থানার মামলা নং ১৩(৯)১৭ ইং রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।