বৃহত্তর হরিপুর ট্রাক পিক-আপ চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

3

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেট জেলা ট্রাক পিক-আপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-নং ২১৫৯)এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা উপকমিটির আওতাধীন বৃহত্তর হরিপুর ট্রাক পিক-আপ চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন রবিবার নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংগঠনের উপর মহল নির্বাচন কমিশন জৈন্তাপুর উপজেলা শাখা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রধান নির্বাচন কমিশন, সহকারী নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন শামীম আহমদ উপজেলা উপকমিটির কোষাধ্যক্ষ, মোঃ আবু তাহের উপজেলা উপকমিটির সাংগঠনিক সম্পাদক, উপজেলা উপকমিটির সভাপতি আব্দুস ছামাদ।
এ সময় উপস্থিত ছিলেন-সিনিয়র সদস্য সিলেট জেলা মনির আহমদ উপদেষ্টা, উপজেলা উপকমিটির সদস্য মঈন উদ্দিন, বাঘের সড়ক ট্রাক পিক-আপ সমিতির সহঃ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, শুক্রবারী বাজার সোনালী সঙ্গের সদস্য, গোয়াইনঘাট উপজেলা উপকমিটির সদস্য কবির আহমেদ।
এই নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন অত্র সংগঠনের সদস্যরা। সংগঠনে ভোটের সংখ্যা মোট ১৭৫ ভোটের মধ্যে কাস্টিং ১৭৩ ভোট জাল ভোট রয়েছে দুইটি। সভাপতি পদে প্রার্থী হিসেবে ছিলেন তিনজন, সাহেদ আহমদ, (চেয়ার প্রতিক)-৮৮ ভোট পেয়ে নির্বাচিত, সালেহ আহমদ, (ছাতা প্রতিক)-১৯ ভোট, ইয়াহিয়া, (মোটরসাইকেল প্রতিক)-৬৬ ভোট।
সহসভাপতি পদে রয়েছেন-শরিফ আহমদ, (গরুর গাড়ী প্রতিক)-৭৪ভোট, ছয়ফুল আলম, (ট্রাক গাড়ী প্রতিক)-৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, হিফজুর রহমান, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন-আব্দুর রহমান, (কাপ-পিরিচ)-১২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, গিয়াছ উদ্দিন, (মই প্রতিক)-৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোঃ হায়দার (মাছ প্রতিক-৯০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সালেহ আহমদ, (বালতি প্রতিক)-৮২ ভোট।
বীনা প্রতিদ্ব›িদ্বতায় কামাল আহমদ সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।