প্রতিটি শিশুর সঠিক পরিচর্যা ও নিরাপত্তা পাবার অধিকার আছে। তাদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। তাদের অধিকার বাস্তবায়নে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পথশিশুদের জীবনমান উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। এই প্রেক্ষাপটে আকবেট সুবিধা বঞ্চিত ছিন্নমুল শিশুদের মধ্যে শিক্ষার আলো বিস্তারে ও তাদের জীবনমান উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করেছে, নি:সন্দেহে তা প্রশংসনীয়।
শ্রমজীবী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আকবেট (ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট) পরিচালিত প্রকল্পের আওতায় ৬ষ্ঠ সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাজী তৌফিক বক্স লিপন এ কথা বলেন। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের উন্নয়নের লক্ষ্যে সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকায় সেন্টারটির কার্যক্রম শুরু হয়েছে।
আকবেটের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে ও ফিল্ড সুপার ভাইজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় ২১ আগষ্ট সোমবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা মটর ওয়াকর্শপ (রজিঃ নং-২৬২৪) মেকানিকস ইউনিয়নের সভাপতি মোহাম্মদ এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অলি উল্লাহ খন্দকার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়, কার্যকারী সভাপতি বাছিত আহমদ, সহ সভাপতি দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সম্পাদক পারভেজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাকিম মিয়া, টার্মিনাল শাখা আহবায়ক কমিটির আবুল হোসেন কালা, লায়েছ আহমদ, শিক্ষকদের মধ্যে মোহম্মদ আব্দুস সালাম, মার্কিনী লানং, বাঁধন রায়, বাহার খাসিয়া সহ আকবেটের সকল কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি