চলে গেলেন কোকিলকণ্ঠী লতা মুঙ্গেশকর

5

কাজিরবাজার ডেস্ক :
চিরতরে স্তব্ধ হয়ে গেল কোকিলকণ্ঠ। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকর। ভারতের নাইটিঙ্গেলখ্যাত এ গায়িকার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীসহ অন্য নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতরত্নের মৃত্যুর খবর প্রকাশের পরপরই তার বাড়ি প্রভুকুঞ্জে ছুটে যান বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনসহ অন্যরা। একইদিন স্থানীয় সময় সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মুঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। লতার শেষকৃত্য উপলক্ষে মুম্বাই যেন জনতার নগরীতে পরিণত হয়েছিল। খবর পিটিআই ও আনন্দবাজার অনলাইনের।
লতা মুঙ্গেশকর জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে। এক সময় কোভিড-১৯ নেগেটিভ হলেও পরে নিউমোনিয়া ধরা পড়ে তার। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। সম্প্রতি প্রবাদপ্রতিম এই গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেয়া হয়। আশার আলো দেখছিলেন চিকিৎসকেরাও। তবে শনিবার লতার শারীরিক পরিস্থিতি ফের অবনতি হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে পরলোকে চলে যান এ শিল্পী।