মোবাইল পাঠাগারে সভা ॥ প্রমথ চৌধুরী গদ্য সাহিত্যের ইতিহাসে এক অতুলনীয় সেবক

32

প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের অহংকার। তার লেখা বাংলা সাহিত্যকে এক উচ্চতম স্থানে নিয়ে গেছে। সাহিত্যের নানান স্্েরাতে তিনি ভেসেছেন। বাংলা ভাষা ও গদ্য সাহিত্যের ইতিহাসে তিনি এক অতুলনীয় সাহিত্যসেবক। প্রমথ চৌধুরীই সর্বপ্রথম সাহিত্যে চলিত ভাষার সার্থক প্রয়োগ ঘটান। তাই প্রত্যেক লেখকের উচিত তাকে অধ্যয়ন করা। তিনি আমাদের সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন।
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে ‘বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী’র ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাকালে বক্তারা একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্রোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগার ৬৪১তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন ও মূল প্রবন্ধ পাঠ করেন কলামিস্ট মোহম্মদ আব্দুল হক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, এডভোকেট মো: আব্দুল মালিক, ছড়াকার এখলাসুর রহমান, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: মিছবাহ উদ্দিন, লিটল ম্যাগ পলিমাটি সম্পাদক কবি বাশীরুল আমিন, গল্পকার মিনহাজ ফয়সল ও কবি মাহফুজ জোহা। সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় কামাল আহমদ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, ঔপন্যাসিক সিরাজুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার জয়নাল আবেদিন বেগ, ছড়াকার সৈয়দ মুক্তাদা হামিদ, মাজহারুল ইসলাম মেনন, শামসীর হারুনুর রশীদ, লাল সাদ, ইমরান ইমন ও মো: সাইফুল্লাহ প্রমুখ। সংগীত পরিবেশন করেন গীতিকার বাহা উদ্দিন বাহার। বিজ্ঞপ্তি