ঈদ বোনাসের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল-সমাবেশ

48

আসন্ন ঈদ-উল-আযহার উৎসব বোনাসের দাবিতে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট এন্ড সুইটমিট শ্রমিক ইউনিয়নের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গত ১৯ আগষ্ট নগরীর রেজিষ্ট্রারী মাঠে জমায়েত হয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ঈদ বোনাসের দাবীতে এক শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলটি সুরমা মার্কেট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া। ভারপ্রাপ্ত সভাপতি তার বক্তব্যে বলেন, ঈদ উৎসব বোনাস কারো দয়া-দাক্ষিন্ন আর অনুগ্রহ-কৃপা নয়। ঈদ উৎসব বোনাস হোটেল শ্রমিকের আইনী অধিকার। এই আইনী অধিকার থেকে হোটেল শ্রমিকেরা আজ পর্যন্ত বঞ্চিত হয়ে আসছে। শ্রম আইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হোটেল রেষ্টুরেন্ট মালিকদের প্রতি উদাত্ত আহ্বান কোন ক্রমেই হোটেল শ্রমিকেরা উৎসব বোনাস ও ঈদের আনন্দ থেকে যাতে বঞ্চিত না হয় সে প্রেক্ষিতে মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় স্বল্প আয়ের এই দরিদ্র হোটেল শ্রমিকের বকেয়া বেতন সহ ঈদের উৎসব বোনাস প্রাপ্তিতে সহায়তা প্রদান করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের লাগাম টেনে ধরে চাল, ডাল, লবণ, তেল, ময়দা, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য খেটে খাওয়া শ্রমিক, কৃষক তথা মেহনতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল নেতা আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ময়না মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম. সফর আলী খাঁন, মেজরটিলা আঞ্চলিক কমিটির সভাপতি রিয়াজ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সদস্য মোঃ রফিকুল ইসলাম উজ্জ্বল, মোঃ হারুন-অর-রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি