বাংলাদেশ পুলিশ সিলেটের অতিরিক্ত ডিআইজি পরিতোষ ঘোষ বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষদের সকল ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের দেয়া সুযোগ সুবিধা গ্রহণ করে সুস্থ সবল মানুষের মত প্রতিবন্ধীদের মধ্যে মেধা বিস্তার বৃদ্ধি হচ্ছে। তারা দেশের আগামীর সম্পদ। শিক্ষা অর্জন করে তারা সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তিনি প্রতিবন্ধীদের সেবা ও জীবন মান উন্নয়নে মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া সংগঠন জিডিএফ সিলেটের সকল মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সংগঠন মত অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
অতিরিক্ত ডিআইজি পরিতোষ ঘোষ গতকাল ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক সমাজসেবী রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, টিআইবি সিলেটের সভাপতি সমিক শহীদ জাহান, জিডিএফ’র ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইসরাঈল আহমদ। বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, সমাজসেবী রোমানা বেগম, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন।
জিডিএফ’র পরিচিতি পাঠ করেন জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক নমিতা রাণী দে।
উপস্থিত ছিলেন শিক্ষক সাবিনা ইয়াসমিন, ফজলে এলাহি সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি