কানাইঘাটে ব্যবসায়ীকে আহতের ঘটনায় গ্রেফতার ২

26

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সাউদগ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে মারুফ হোসেন (২২) নামে এক মোদী ব্যবসায়ী গুরুতর আহত ও দোকান কোটা, ভাংচুর ও মালামাল লুটের ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে পুলিশ ঘটনার সাথে জড়িত এফ.আই.আর ভুক্ত দুই আসামীকে গতকাল রবিবার ভোরে গ্রেফতার করেছে। জানা যায়, ক্যারাম খেলাকে কেন্দ্র করে গত শনিবার সকাল ১১টার দিকে সাউদগ্রামের জমশেদ আলীর পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মারুফ হোসেনেকে একই গ্রামের আব্দুর রকিবের পুত্র মিলাদ গংরা পিঠিয়ে রক্তাক্ত জখম করে মারুফ হোসেনের মোদী দোকানে ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। আশংকা জনক অবস্থায় মারুফ হোসেনকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মারুফ হোসেনের ভাই মাহফুজ আহমদ বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত পূর্বক মামলাটি রেকর্ড করে। থানার মামলা নং- ১৯, তাং- ১৯/০৮/২০১৭ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রাজীব মন্ডল গতকাল ভোরে উপজেলা সদর থেকে এফআইআর ভুক্ত আসামী আব্দুর রকিব (৫০) ও তার পুত্র মিলাদ আহমদ (২০) কে গ্রেফতার করেন।