ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভারতীয় নিষিদ্ধ শিলং তীর নামক জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৩ জুয়াড়ীসহ ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। শনিবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাইগাঁও গ্রামের আশরাফ আলীর পুত্র ইউসুফ আলী (২৭), একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (২২) ও মৃত সুরুজ আলীর পুত্র ফরিদ আহমদ (২৬)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এএসআই মফিজ আহমদ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এদিকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতাক আসামী ভাতগাঁও ইউনিয়নের জাহিদপুর গ্রামের ধনফর (মনফর) আলীর পুত্র আলমাছ আলী (৩৫), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র শাহরিয়ার (২০), ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের মৃত রশিদ আলী পুত্র মনফর আলী (৬০) এবং তার দু’পুত্র মমতাজ আলী (৩৫) ও শুকুর আলী (২২), একই গ্রামের বাবুল মিয়ার পুত্র মজর আলী (৩৬)কে গ্রেফতার করা হয়। ছাতক থানার এএসআই হালিম শিকদার, এএসআই রেজুওয়ানুল হক।