কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে লাইসেন্সবিহীন অবস্থায় বিভিন্ন কোম্পানীর গ্যাস সিলিন্ডার মজুদ রেখে বিক্রি করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে থেকে ১২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা সোমবার দুপুরে কানাইঘাট বাজারে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইনে এ জরিমানা আদায় করেন।
এ সময় তিনি লাইসেন্স বিহীন অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ না করার জন্য অনেক ব্যবসায়ীকে প্রাথমিক অবস্থায় সতর্ক করে দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।