মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্মরণ সভায় বক্তারা ॥ অধ্যাপক হাবিবুর রহমান ছিলেন মনে প্রাণে একজন বাঙালি

49

অধ্যাপক এম. হাবিবুর রহমান ছিলেন স্পষ্টভাষী, অসাম্প্রদায়িক এবং মনেপ্রাণে একজন বাঙালি। সমাজের উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। একই সাথে তিনি ছিলেন সমাজবিজ্ঞানী, সুলেখক ও গবেষক। তিনি ছিলেন সত্যিকারের শিক্ষক, যিনি দল-মতের ঊর্ধ্বে থেকে আমৃত্যু সত্যের পক্ষে কাজ করে গেছেন। বর্তমানে অনেক শিক্ষক ও উপাচার্য তাঁদের ব্যক্তিগত স্বার্থে রাজনীতির সাথে সংশ্লিষ্ট। কিন্তু অধ্যাপক হাবিব এ সকল ব্যক্তিস্বার্থ ও নোংরা রাজনীতির ঊর্ধ্বে থেকে সত্যিকারের শিক্ষকতার সাথে জড়িত ছিলেন।’ মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রয়াত উপাচার্য অধ্যাপক এম. হাবিবুর রহমানের একাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। গতকাল রবিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। তিনি বলেন, অধ্যাপক এম. হাবিবুর রহমান ছিলেন দায়বদ্ধ বুদ্ধিজীবী, ন্যায়ের প্রতি আপোষহীন। তাঁর দ্বারা আমরা অনুপ্রাণিত। তিনি শিক্ষক ও ছাত্রছাত্রীদের অধ্যাপক এম. হাবিবুর রহমানের আদর্শ অনুসরণ করার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসানের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য শিব প্রসাদ সেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, ব্যবসা অনুষদের ডিন অধাপক ড. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী এবং রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর। বক্তারা তাঁর  জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি