জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

30

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
কন্যা শিশু জাগরণ আনবে দেশে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও হার চয়েজ এর সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ, সহকারী শিক্ষক প্রজেষ কান্তি পুরকায়স্থ’র সঞ্চালনায় প্রধান অতিথি ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বিশেষ অতিথি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার, পরিচালনা কমিটির সদস্য বাবুল সরকার, সহকারী শিক্ষক সজল পুরকায়স্থ, কমলা শীষ তালুকদার, ঝুমা তালুকদার, জোনাকী তালুকদার, প্রান্ত পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র ইউসি সাইফ উল্লাহ, মিনতি তালুকদার, প্রীতি তালুকদার, অভিবাবক এনামূল হাসান প্রমুখ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিকরন করা হয়।