শিক্ষার্থীদের উচ্চ নৈতিকতা ও মানবিকতায় পরিপূর্ণ হতে হবে – বদরুল ইসলাম শোয়েব

32

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শুধু স্কুল-কলেজের শিক্ষা নয়, আমাদের ছেলেমেয়েদের নৈতিক শিক্ষায় আরো শিক্ষিত হতে হবে। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও শিক্ষক এবং পরিবারের দায়িত্ব। আমাদের দেশের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ নানা গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তাদেরকে জানাতে হবে। আমাদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নির্ভর করছে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের উপর। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় তাদের অংশীদারিত্ব অত্যন্ত প্রয়োজনীয়। তাই তাদের সুশিক্ষিত ও দক্ষ করে তোলার পাশাপাশি উচ্চ নৈতিকতা ও মানবিকতায় পরিপূর্ণ করে তুলতে হবে। তিনি গতকাল রবিবার সিলেট নগরীর সেন্ট্রাল উইমেন্স কলেজের ২০১৮ সালের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
কলেজের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল কাদির হাসনাত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান, কলেজের উপাধ্যক্ষ আহমদ জিয়া শামস, কলেজের শিক্ষক হাবিবুর রহমান, সালাহ উদ্দিন, নূরুন নাহার, আমিনুল ইসলাম, আব্দুস সালাম। বিজ্ঞপ্তি