বৃক্ষরোপণ ২০২২ উপলক্ষে সিলেট নগরী কুশিঘাট বুরহানাবাদ এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
বুধবার (২৭ জুলাই) বিকাল ৩টায় সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ এলাকায় পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশ আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীর সিলেট সদর উপজেলা আনসার প্লাটুন কমান্ডার ইমতিয়াজ রহমান ইনুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
আনসার প্লাটুন কমান্ডার ইমতিয়াজ রহমান ইনু বলেন, সুস্থ ও সুন্দর জীবনে গাছের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মদের জন্য এখন থেকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ হচ্ছে মানুষের অক্সিজের দেওয়ার মূল উৎস। প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ড ভিডিপি দলনেত্রী মুন্নী বেগম, ভিডিপির সদস্য ও সদস্যরা, সিলেটভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলের ছাত্রছাত্রী স্কুল অভিভাবকবৃন্দ। বিজ্ঞপ্তি