স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে তাদেরকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
তিনি জানান, ঘটনার সময় তিনজন পুলিশ সদস্য জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবালের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিলেন। এদের মধ্যে দুই জনকে প্রত্যাহার করা হলো।
এদিকে হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল ওরফে শফিকুরকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এরপর পুলিশ কড়া পাহারায় ফয়জুরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শনিবার বিকেলে জাফর ইকবালকে ছুরিকাঘাত করার পর পুলিশ ও শিক্ষার্থীরা ফয়জুর রহমানকে আটক করে। ওই সময় তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। এতে সে গুরুতর আহত হয়। একপর্যায়ে শাবি ক্যাম্পাস থেকে কড়া নিরাপত্তায় ফয়জুরকে নিয়ে গিয়ে জালালাবাদ সেনানিবাসে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।