প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা ॥ সাংবাদিক আব্দুর রাহমানের আদর্শিক গুণাবলী নতুন প্রজন্মের কাছে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে

61

সাংবাদিক আব্দুর রাহমান সততা, আন্তরিকতা, নিষ্ঠা, অধ্যবসায়ী মনোভাব দিয়ে সাংবাদিকতার ক্ষেত্রে এক অনন্য A Rahman sova 01নজির স্থাপন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতার মাধ্যমে সমাজের মধ্যে আলো ছড়িয়ে দিয়ে সকলের অনুকরণীয় হয়ে আছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর আদর্শিক গুণাবলী নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া(সিফডিয়া)-এর উদ্যোগে সাংবাদিক আব্দুর রাহমান’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।
সিফডিয়ার প্রতিষ্ঠাতা আহবায়ক বিশিষ্ট সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে মঙ্গলবার মিরের ময়দানস্থ সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিফডিয়া, সিলেট-এর নির্বাহী পরিচালক রোটারিয়ান  আব্দুল মুহিত দিদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, ইকবাল সিদ্দিকী, আহমেদ নূর, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মো. রেনু।
সিফডিয়ার চেয়ারম্যান ও দক্ষিণ সুরমার লতিফা-শফি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ আব্দুর রশীদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়ায় সভায় বক্তব্য রাখেন চ্যানেল এস-এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চীফ রিপোর্টার এডভোকেট মো. তাজ উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আতাউর রহমান আতা, সিলেট প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বেলাল আহমদ চৌধুরী, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, সাংবাদিক-ব্যাংকার রাজু আহমদ, মাসিক ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, বাংলা টাইমস ইউকে, সিলেট-এর ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, সময় টিভির রিপোর্টার আব্দুল আহাদ, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর সিলেট প্রতিনিধি প্রণব জ্যোতি পাল, কবি ও সংগঠক সিদ্দিক আহমদ এবং সাংবাদিক আব্দুর রাহমানকে নিয়ে স্মৃতিচারণ মূলক লেখা পাঠ করেন সিলেট এক্সপ্রেস ডট কম’র স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথি।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট এক্সপ্রেস ডট কম’র স্টাফ রিপোর্টার মো. আব্দুল বাছিত এবং মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আব্দুর রাহমানের বড় ভাই মাওলানা আবু সাঈদ রাউফী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলার আলো সম্পাদক এম. সিরাজুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সাংবাদিক ফয়সল আলম, সাংবাদিক ইয়াহইয়া ফজল, সাংবাদিক আশকার আমীন রাব্বি, সাংবাদিক আবদুল মোমিন ইমরান, সাংবাদিক বেলাল আহমদ, ঔপন্যাসিক আলেয়া রহমান, সাংবাদিক মানাউবী সিংহ শুভ, সাংবাদিক রুহিন আহমদ, সায়েম আহমদ সোহেল, সাংবাদিক মো. নুরুল ইসলাম রাফী, আব্দুশ শহীদ প্রমুখ। বিজ্ঞপ্তি