শরৎ মানে সেপ্টেম্বর ৪, ২০২১ 5 Facebook Twitter Pinterest WhatsApp মহিউদ্দিন বিন জুবায়েদ : শরৎ মানে বাতাসে কাশ দুলে বাগানজুড়ে ভরে ওঠে ফুলে। শিশির কণা একটু একটু ঝরে সবুজ ঘাসের কচি ডগার পরে। শরৎ মানে তালের পিঠার ঝুলি গাঁয়ের মাঠে রঙ মাখানো তুলি। নীলাকাশে তারকা ওঠে হেসে এমন শরৎ সোনার বাংলা দেশে।