ছাতকে ৩০টি পূজা মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গোৎসব

25

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের আমেজ বইছে উপজেলা জুড়ে। সাজ-সাজ রব বিরাজ করছে প্রত্যেকটি পূজা মন্ডপে। পূজা উদযাপন কমিটির লোকজন শান্তিপূর্ণ উৎসব ও আকর্ষণীয়ভাবে পালনে ব্যস্ত সময় পার করছেন। মন্ডপে-মন্ডপে নির্মিত প্রতীমাগুলো বাঁশ-খড় ও মাটির কাজ চলছে নিয়মিত। কোন-কোন মন্ডপে নির্মিত প্রতীমায় রংয়ের শেষ আঁচড় পড়ার অপেক্ষায় রয়েছে। পূজার দিনক্ষণ ঘনিয়ে আসলেই শিল্পীর নিপুণ তুলির আঁচড়ে প্রায় জীবন্ত হয়ে উঠবে প্রতীমাগুলো। এ বছর উপজেলার ৩০টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২টি পূজামন্ডপ রয়েছে পৌরশহরে। পূজা মন্ডপ গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম পূজামন্ডপ কালীবাড়িতে এ বছর ৯২তম সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। চার শতাধিক বছরের পুরাতন দেবালয় কালীবাড়ি জেলার প্রাচীনতম পূজা মন্ডপগুলোর মধ্যে অন্যতম বলেও দাবি করা হচ্ছে। উপজেলা প্রশাসনের দেয়া এক তথ্যে অনুযায়ি ৩০টি পূজা মন্ডপের মধ্যে শহরের কালীবাড়ি, মহাপ্রভূর আখড়া, শিববাড়ী, মন্ডলীভোগ চৈতন্য সংঘ, হাসপাতাল রোডের ত্রি-নয়নী, তাতিকোনা, রেলওয়ে কলোনীর মহামায়া, রাখাল তলা এবং ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা পূজা মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান জানান, পূজা কমিটি ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে উপজেলা প্রশাসনের বৈঠক ১৮ নভেম্বর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে শারদীয় উৎসব পালন করতে ইতিমধ্যে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্পন্ন করেছে।