স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে ২ তরুণ ও বিছনাকান্দিতে সাঁতার কাটতে গিয়ে ১ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে নুরপুর গাড়ুলিবিলে এবং গতকাল বুধবার বেলা পৌনে ২টার দিকে বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নৌকাডুবিতে নিহতরা হচ্ছে- ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র জাকারিয়া আহমদ সিহান (২৭) ও নগরীর দর্শন দেউড়ির আব্দুল মতিনের পুত্র ওহিদ মতিন রিয়াদ (২৬)। সম্পর্কে তারা দুই জন খালাতো ভাই। পর্যটন কেন্দ্রে নিহত সূর্য খান (২২) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শাপারপাড় গ্রামের আজহার আলীর পুত্র এবং তিনি লাভা মোবাইল কোম্পানির ব্র্যান্ড প্রমোটর।
ফেঞ্চুগঞ্জে নিহতদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে সিহানদের বাড়ির পাশের গাড়ুলিবিলে নৌকাযোগে আনন্দ ভ্রমণে বের হন ফেঞ্চুগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসা ওহিদ মতিন রিয়াদ,ওলিদ মতিন ফুয়াদ। তাদের সাথে আনন্দ ভ্রমণে যোগদেন খালাতো ভাই সিহান, শিহাব ও মতিন নামের অপর তিনজন। নৌকা নিয়ে গাড়ুলি বিলের কিছু জায়গা যাওয়ার পর নৌকার ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে শুরু করলে নৌকা ভ্রমণকারীরা তীরে ভেড়ার চেষ্টা করে। এ সময় বিলে তীব্র বাতাস শুরু হলে তাড়াহুড়ো করতে গিয়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। সাঁতার কেটে শিহাব, মানিক ও যুক্তরাজ্য প্রবাসী ফুয়াদ তীরে উঠতে সক্ষম হলেও সিহান ও রিয়াদ পানিতে তলিয়ে যান। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে তাদের নিজস্ব ডুবুরী নেই বলে জানান। এ অবস্থায় গ্রামের কয়েক জন বাশ ( লগি) নিয়ে বিলে নামেন। ঘন্টা খানিক খোঁজার পর রাত ১২ টার দিকে সিহান ও রিয়াদের লাশ দুইটি উদ্ধার হয়। এ মর্মান্তিক খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহতের প্রতিবেশী জুবেল আহমেদ জানান, গত মঙ্গলবার রাত ১১টায় তারা কয়েক জন স্থানীয় গাড়ুলি বিলে নৌকা চড়তে যান। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়।
প্রাণে বেঁচে যাওয়া রিয়াদের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী ওহিদ মতিন ফুয়াদ অশ্র“ সজল চোখে বলেন, আমার ভাই (রিয়াদ) সাঁতার জানতো না। খালার বাড়িতে আনন্দ করতে এসে ছোট ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে তারা মারা যান। ওই সময় নৌকাতে ৫ জন ছিলেন, তাদের মধ্যে ৩ জন সাতরে তীরে উঠতে সক্ষম হন। নাজমুল হক বলেন, ঘটনারদিন বিকেলে শিহানদের ফেঞ্চুগঞ্জের বাড়িতে বেড়াতে যান রিয়াজ। রাতে বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নৌকায় পানি উঠে গেলে একসময় নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেও বলে জানান তিনি।
এদিকে, গতকাল বুধবার বেলা পৌনে ২টার দিকে গোয়াইনঘাট বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে সূর্য খান (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে লাভা মোবাইল কোম্পানির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন। ঘটনার সময় সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যান সূর্য খান। অনেক খোঁজাখুঁজির পর বেলা গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লাশ বিনা ময়না তদন্তে নিয়ে যাবেন নিহতের সঙ্গীরা।