হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে অভিযোগ করতে হবে এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আহবান জানিয়েছেন দুদক কর্মকর্তার।
বুধবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক গণশুনানির আয়োজন করে। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে গণশুনানির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ১৬টি কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তারা এর জবাব দেন। এ সময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকল সরকারি কর্মকর্তাকে সততার সাথে কাজ করার আহবান জানান বক্তারা। হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, সিলেটে রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক মোঃ কামরুল আহসান, সিলেট মেট্রো পলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক কর্মকর্তারা অংশ নেন।