গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট চেম্বার এর উদ্যোগে চেম্বার বোর্ড রুমে লন্ডনের বার্কিং ও ডেগেনহাম এর কাউন্সিলর ফারুক চৌধুরী, বিশিষ্ট প্রবাসী বিনিয়োগকারী আতিক হোসেন ও আকতার হোসেন সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার সিলেটে একটি আইটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি লন্ডনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের এ সুযোগ গ্রহণ করে সিলেটে আইট খাতে বিনিয়োগের আহবান জানান। সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মামুন কিবরিয়া সুমন বলেন, লন্ডনের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে ইতোপূর্বে লন্ডনের রেস্টুরেন্ট সমূহে কাজের জন্য ওয়ার্ক পারমিটে অনেক শ্রমিক যুক্তরাজ্যে গিয়েছেন। কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিট বন্ধ থাকায় বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে জনশক্তি রপ্তানী অনেক হ্রাস পেয়েছে। তাই তিনি পুনরায় ওয়ার্ক পারমিট চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য কাউন্সিলরকে অনুরোধ জানান। পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বারের দীর্ঘদিনে প্রচেষ্টার ফলে সিলেটে প্রাইভেট ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু লন্ডনের সাথে সিলেটের গভীর সম্পর্ক রয়েছে সেহেতু তিনি প্রাইভেট ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান। পরিচালক জনাব এহতেশামুল হক চৌধুরী বলেন, বর্তমানে লন্ডনে ১২ হাজারের অধিক সিলেটী মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু এসব রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবে পরিচিত। তিনি বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্টগুলোকে বাংলাদেশী রেস্টুরেন্ট হিসাবে পরিচিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানান। কাউন্সিলর ফারুক চৌধুরী সিলেটে বিনিয়োগ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ওয়ার্ক পারমিট চালু ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগক্রমে তার সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবার আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, প্রবাসী বিনিয়োগকারী আতিক হোসেন ও আকতার হোসেন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মোঃ সাহিদুর রহমান, এ টি এম শোয়েব, মোঃ ওয়াহিদুজ্জামান (ভুট্টো), শামীম আহমদ রাসেল, আব্দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি