মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দৈনিক সিলেটের দিনকালের দিনব্যাপী আলোকচিত্রী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সংগ্রামে বাঙালি ও শিশুদের মাঝে মহান মুক্তিযুদ্ধের চিত্র ইতিহাস উপস্থাপন করার লক্ষ্যে সুরমা বয়েজ ক্লাব আয়োজিত দিনব্যাপী ১১তম আলোকচিত্র প্রদর্শনী বুধবার সিলেট কেন্দ্রীয় কারাগার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০.৩০ মিনিটের সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে যৌথভাবে উদ্বোধন করেন সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বনিক ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। প্রদর্শনী কমিটির আহবায়ক সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে ধারণকৃত ছবিতে ফুটে উঠেছে। এ থেকে বর্তমান প্রজন্ম আমাদের মুক্তিযোদ্ধ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তারা আরো বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা পাঠ্যবই থেকে শিক্ষা অর্জনের পাশাপাশি এই আলোকচিত্র থেকে জীবনে সত্য ও ন্যায়ের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। যা তাদের ভবিষ্যৎ গন্তব্যস্থল অনেক সুদূরপ্রসারী হবে। প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক মো: আসাদুল হক আসাদ, পরিচালক মোহাম্মদ ইউসুফ খান, কারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম আলী, সিলেটের দিনকালের স্টাফ রিপোর্টার মো. নাঈমুল ইসলাম, সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য এলিছ আহমদ। কারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, চয়ন কান্তি তালুকদার, নাজমিন জাহান জেপি, হুমায়রা শান্তা, শম্পা দে প্রমুখ। বিজ্ঞপ্তি