শরৎ এলো

45

ফেরদৌসী খানম রীনা

শরৎ এলো প্রকৃতির মাঝে
যেন রানীর বেশে,
স্নিগ্ধ আবেশ ছড়ালো
সোনার বাংলাদেশে।

নদীর ধারে কাশবন
কেড়ে নেয় মন,
শিউলি ফুলের ঘ্রানে মেতে
রয় মন সারাক্ষণ।

চারিদিকে ছড়িয়ে থাকে
পাকা তালের ফলের ঘ্রাণ,
প্রকৃতির এ মনোরম সৌন্দর্যে
আবেশিত প্রাণ।

ভোর বেলা শিশির কনার
মুক্ত ঝড়ানো হাসি,
কি যে অপরূপ বাংলার
রূপ দেখতে ভালোবাসি।

চারিদিকে ফুল আর পাখি
নানান রূপের খেলা,
মুগ্ধতায় কেটে যায়
সকাল, সন্ধ্যা বেলা।