দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের দিনমজুর খলিল আহমদ ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আহবান জানিয়েছেন। গত বৃহস্পতিবার সিলেট নগরীর উপশহরের একটি বিল্ডিংএ রাজমিস্ত্রীর জোগালী কাজ করার সময় শিপু আহমদ টংএর উপর দাঁড়িয়ে গ্লান্ডার মেশিন দিয়ে ঘরের সিলিং কাটছিলেন। এ সময় ধূলাবালু থেকে রক্ষার জন্য শিপুর মাথায় গামছা পেছানো ছিলো, উক্ত গামছা হঠাৎ মাথা থেকে খুলে মেশিনের সাথে পেছিয়ে গেলে চালু মেশিন ও শিপু টং থেকে মাটিতে পড়ে যায়। দুর্ঘটনায় শিপুর বাম হাতের কুনু থেকে কাধ পর্যন্ত মাংস ক্ষত-বিক্ষত হয় এবং সকল রগ কেটে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার শিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঐ দিন রাত ৯টায় পরিবারের লোকজন তাকে ঢাকা নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিপু পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিপুর চিকিৎসার জন্য প্রায় ১ লক্ষ টাকা প্রয়োজন। দিনমজুর খলিল আহমদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই খলিল আহমদ ছেলের চিকিৎসার জন্য হৃদয়বানদের কাছে আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠাতে শিপুর চাচতো ভাই আব্দুল কাদির এর বিকাশ- ০১৭৬৬ ৯০৭১৪১। বিজ্ঞপ্তি