গণদাবী ফোরামের মানববন্ধন ॥ সিলেটে হাইকোর্টের বেঞ্চ স্থাপন ও আদালতে স্থানীয় লোক নিয়োগের দাবী

37

সিলেট বিভাগে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুন:প্রতিষ্ঠা এবং সিলেট মহানগর দায়রা জজ আদালত ও জজ কোর্ট সহ Gonodabi Forum Photo (2) -24-11-15বিভাগের সকল আদালতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সিলেট বিভাগের অধিবাসীদের বাদ দিয়ে বিভাগ বহির্ভূত জেলার লোকদের নিয়োগের প্রতিবাদে গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে সিলেট জজ কোর্টের সম্মুখে সুরমা মার্কেট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তাগণ বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ নিরসনকল্পে সিলেটে হাইকোর্টের বেঞ্চ অবিলম্বে পুন:প্রতিষ্ঠা এবং সিলেট বিভাগের সকল আদালতে সিলেটের স্থায়ী অধিবাসীদের নিয়োগ দেয়ার দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আখলাক আহমদ চৌধুরী, উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমদ এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ ফোরাম সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, গণদাবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সহ-সভাপতি ইয়াওর বক্ত চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.আই. আজাদ আলী, সেক্টর কমান্ডাস ফোরাম নেতা মুক্তিযোদ্ধা মানিক মিয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জেলা সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আয়ুব আলী, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মধুবন দোকান মালিক সমিতির সেক্রেটারী মতছির আলী, সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, প্রবীণ হিতৈষী সংঘের নেতা আবেদন আক্তার চৌধুরী, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, ফজলুল হক সেলিম এডভোকেট, মুনায়েম চৌধুরী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরাদ আহমদ, গণদাবী ফোরাম নেতা রিয়াজ উদ্দিন আহমদ, মাসুদুর রহমান চৌধুরী, কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, জাহির উদ্দিন, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মাসুক আহমদ সুজন, এপলু, ফয়সল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি