রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আয়োজিত সেমিনারে জুলিয়া জেসমিন মিলি ॥ মাদকের ভয়াবহতা রোধে করণীয় সেমিনার

49

সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি বলেছেন, সমাজে মাদক একটি মারাত্মক Madok Seminar Picসমস্যা। এই সমস্যার কারণে বিশেষ করে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যে চক্রের মাধ্যমে মাদক সিলেটসহ দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে তাদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলতে হবে। মাদকের ভয়াবহতায় মানুষের মনুষ্যত্ব বিলিন হওয়ার পাশাপাশি সমাজসহ পারিবারিক জীবনে নেমে আসে অশান্তি ও অন্ধকার। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সকলকে উদ্বুদ্ধ হতে হবে। দেশে বিভিন্ন সময়ে সরকারের পাশাপাশি রোটারিয়ানরা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মাদকসেবীদের চিহিৃত করে নিরাময়ের ব্যবস্থা করা হলে সমাজ উপকৃত হবে। মাদকের ভয়াবহতা রোধে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
নগরীর তালতলাস্থ একটি হোটেলের কনফারেন্স হলে গতকাল সন্ধ্যায় রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট মো. আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. রুহুল আলম আএফএসএম এর পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি মো. মুহিবুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি আব্দুল খালিক, রোটারিয়ান পিপি আফসর উদ্দিন পিএইচএফ, রোটারিয়ান পিএজি সৈয়দ সুজাত আলী, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. আবুল বসর পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান সাব্বির আহমদ, রোটারিয়ান এম.এ রহিম, রোটারিয়ান আফছর উদ্দিন  পিএইচএফ এমডি, রোটারিয়ান নেহাল মোহাম্মদ হাসনাইন, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী, জিবার আহমদ, নাহিদ আহমদ, আব্দুল্লাহ মো. হাদী, উজ্জ্বল রঞ্জন চন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি