পুলিশী বাধায় সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত

33

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচির প্রথম দিন সুনামগঞ্জে পুলিশের বাধায় পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের উদোগে গতকাল বিকেল চারটায় নতুক কোর্টের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের ট্রাফিক পয়েন্টের দিকে অগ্রসর হতে চাইলে সোনালী ব্যাকের সামনে পুলিশ বাধায় পড়ে মিছিলটি। পুলিশ বাধা অতিক্রম করতে না পেরে সোনালী ব্যাংকের সামনেই তারা প্রতিবাদ সভা করে। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সরকার তারুণ্যের অহংকার তারেক জিয়ার জনপ্রিয়তাকে ভয় করে তাঁর বিরুদ্ধে কাল্পনিক ঘটনা সাজিয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে। তরুণ প্রজন্মের প্রতিভাবান এ নেতাকে নির্বাচন থেকে সড়িয়ে রাখতে সরকার একের পর এক চক্রান্ত করছে। সরকারের সকল চক্রান্তের জাল ছিন্ন করে তারেক রহমান বীরেরবেশে দেশে আসবেন। বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আবুল কালাম, জেলা ছাত্রদল নেতা মুছিহুর রহমান জুনায়েদ, ফরহাদ শাহ,  আবু সালেক, মোঃ মালেক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা, মুজাহিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদল নেতা আলমগীর হোসেন, হারিছ মিয়া, আমিরুল ইসলাম, ইকবাল হোসাইন, আল-আমিন, কিবরিয়া, শাহজাহান, ফারুক,তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা রাসেল আহমেদ, আজাদুর রহমান আজাদ, শাওন, মোঃ মানিক, মোস্তাক, সোহেল, রুবেল প্রমুখ।