২০২১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে – এডভোকেট নাসির খান

51

দীর্ঘদিন পর কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির CCPবক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, ২০২১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। বিএনপি জামায়াত চুরাগুপ্ত হামলা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা কখনও সফল হবে না, তাদের সকল অপচেষ্টার বিরুদ্ধে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ। পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন দে’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য এডভোকেট আজমল আলী। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল হক এম.এ, আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠান, এডভোকেট হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি রশিদ আলী, বিআরডিভির চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন, পশ্চিম ইসলামপুর আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল হোসেন,  সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট শাহ্জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা জুয়েল আহমদ, সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সোহেল আহমদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ বেলাল আহমদ, সামসুল আলম, মোঃ ফারুকুজ্জামান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জুয়েল আহমদ, কামাল হোসেন, মির আল মুমিন, সজিবুল ইসলাম, সুফেদ বক্স, সুহেল রানা, নজরুল ইসলাম, সুলতান আহমদ, এহসান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক কেফায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক এখলাছ আলী সাইফুল ইসলাম মামুন প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩৫ জন কাউন্সিলর ভোট প্রয়োগের মধ্য দিয়ে সভাপতি হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন মুল্লুক হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মতিউর রহমান। বিজ্ঞপ্তি