বিজিবি’র অভিযানে পাচারকারীসহ ফেনসিডিল ও প্রাইভেট কার আটক

33

সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উত্তরকুল কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আব্দুল গফুর এর 41 BGB Date-08-11-15নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জকিগঞ্জ থানার অন্তর্গত উত্তরকুল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সিলেট-জকিগঞ্জ রাস্তায় একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্ট-ক-০৩-৮২৬৯) থামানোর সংকেত দিলে চালক প্রাইভেট কারটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। টহল দল প্রাইভেট কারটির পিছু ধাওয়া করে আইয়ুরগ্রাম কাঁচা রাস্তার উপর থামাতে সক্ষম হয় এবং প্রাইভেট কার এর চালক মোঃ সোহেল আহম্মেদ (৩০), পিতা- মৃত শহিবুর রহমান (আব্দুল আজিজ), গ্রাম- সাইদাবাদ, পোষ্ট- শরীফগঞ্জ, থানা- জকিগঞ্জ, জেলা সিলেটকে কারসহ আটক করে। পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশী করে উহার ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত ফেনসিডিল, প্রাইভেট কার এবং ধৃত আসামীকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হচ্ছে। জব্দকৃত ফেনসিডিল, প্রাইভেট কার, স্পেয়ার চাকা ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১০,৯৯,৩০০/- (দশ লক্ষ নিরানব্বই হাজার তিনশত) টাকা। বিজ্ঞপ্তি