বাউল কামাল পাশার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত

101

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
গতকাল ২০ বৈশাখ “দ্বীন দুনিয়ার মালিক খোদা এত কষ্ঠ কয়না তোমার দ্বীলকি দয়া হয়না দ্বীলকে দয়া হয়না” ও “প্রেমের মরা জলে ডুবে না”সহ  হাজার হাজার মরমী গানের রচয়িতা, বাংলাদেশের মরমী সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের প্রয়াত গণসঙ্গীত শিল্পী গানের সম্রাট বাউল কামাল পাশার ২৯ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেলে বাউল কামাল পাশা স্মৃতি সংসদ সুনামগঞ্জ জেলা কার্যালয়, ঢাকার ফার্মগেইটস্থ কার্যালয়, সিলেটের আম্বরখানা সাপ্লাই রোডস্থ কার্যালয়, দিরাই উপজেলা সদরস্থ কার্যালয়ে ও মরহুমের গ্রামের বাড়ি ভাটিপাড়ায় বাউল কামাল পাশা স্মৃতি সংসদের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা ও স্মরণ সভা সম্পন্ন হয়েছে। আয়োজক সংগঠণের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল, কেন্দ্রীয় সহ-সভাপতি বাউল তছর উদ্দিন,বাউল সাহাব উদ্দিন, গীতিকার আব্দুর রহমান, বাউল মুকুল আচার্য্য, বাউল সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, বাউল কামাল পাশা গীতিসমগ্র গ্রন্থের সম্পাদক ড. মুজিবুর রহমান, বাউল কামালের গান গ্রন্থের প্রকাশক ফারুকুর রহমান চৌধুরী, দিরাই থানা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বাউল ফকির শাহাবুদ্দিন, বাউল ছালিক এলাহী চৌধুরী,বাউল হুমায়ুন কবির, বাউল আমজাদ আলী, বাউল নিউ শফিকুন নুর, বাউল আখলাক আম্বিয়া, বাউল কিবরিয়া পাশা, বাউল তাজুদ পাশা, বাউল সালেহ আহমদ ও পুলক চৌধুরীসহ স্থানীয় শিল্পীবৃন্দ স্ব স্ব এলাকায় স্মরণ সভার আয়োজনসহ আলোচনানুষ্ঠানে বক্তব্য রাখেন। স্মরণ সভাগুলোতে মহান এই শিল্পীর আত্মার মাগফেরাতসহ তার সঙ্গীত কর্মের বহুল প্রচার কামনা করা হয়। উল্লেখ্য বাউল কামাল পাশা ( কামাল উদ্দিন ) ১৯০১ ইং সনের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন ১৯৮৫ সালের ২০ বৈশাখ নিজ বাড়িতে।