নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে – আশফাক আহমদ

26

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। বিশ্ব আজ তথ্য প্রযু্িক্তর ক্ষেত্রে অনেক এগিয়ে। আমাদেরকেও বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন ইতমধ্যে তা বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এ বাস্তবায়নের ক্ষেত্রে তারই সুযোগ্য সন্তান শেখ সজিব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করছেন। এরই ফলশ্র“তিতে ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই দেশ পূর্ণাঙ্গ ডিজিটালে রূপ নেবে। গতকাল ৩০ এপ্রিল বিকেলে সিলেট সদর উপজেলা ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ মিলানায়তনে সুশীলন এর বাস্তবাস্তবায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য বেসিক আইটি, আইসিটি লিটারেসি বিষয়ক ১৫ দিনের প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেরন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রশিক্ষক স্বর্ণা সমাদ্দার মোঃ ইকবাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি