বঞ্চিত শিশুদের সঙ্গে সুর মেলালেন সমাজকল্যাণমন্ত্রী

19

IMG_0548স্টাফ রিপোর্টার :
এবার সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে গান গাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সিলেট নগরীর বাগবাড়ীস্থ সমাজসেবা কমপ্লেক্সে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেট বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে শিশুদের নিয়ে গান পরিবেশন করেন তিনি।
এ সময় সুবিধা বঞ্চিত শিশুরাও মন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে ‘আমরা করবো জয়’ গানটি গেয়ে উঠেন।
ইদানিং সমাজকল্যাণ মন্ত্রীকে মঞ্চে পেলে বক্তৃতার চেয়ে তার গান শোনার আগ্রহই যেন বেশি থাকে সমবেতদের। মন্ত্রীও শ্রোতাদের নিরাশ করেন না।
বক্তৃতার মাঝপথে মহসিন আলী তাঁর ভরাট কণ্ঠে গেয়ে উঠেন, ‘আমরা করবো জয়’। অনুষ্ঠানের বেশিরভাগ শ্রোতাই ছিলো সুবিধাবঞ্চিত শিশু। তারাও মন্ত্রী সঙ্গে কণ্ঠ মিলিয়ে ঘোষণা করে জয় করার প্রত্যয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার নিবাস রঞ্জনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সমাজ সেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।
স্বাগত বক্তব্য দেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম আল-মামুন মোল্লা।