বিএনপি নেত্রী পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের রাজনীতি থেকে বেরিয়ে আসায় সাধুবাদ জানাই ——————————– ব্যারিস্টার আরশ আলী

29

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ১৪ দলের অন্যতম কেন্দ্রীয় নেতা জননেতা ব্যারিস্টার আরশ আলী গতকাল বিকাল ৫টায় ধোপাদীঘির পূর্বপারস্থ দলীয় কার্যালয়ে গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি বিপুল বিহারী দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়ার পরিচালনায় জেলা কমিটির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণতন্ত্রী পার্টি তার জন্ম লগ্ন থেকেই এদেশে অসম্প্রাদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সংগ্রাম করে আসছে।
গত তিন মাসে আন্দোলনের নামে পেট্রোল বোমা, ককটেল নিক্ষেপ, বাস পুড়িয়ে মানুষ হত্যা, অন্তঃসত্ত্বা নারী হত্যা, ট্রেন লাইন উপরে ফেলা সহ এই অপরাজনীতির পথ ছেড়ে গণতান্ত্রিক আন্দোলনের পথে ফিরে আসায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সাধুবাদ জানিয়ে বলেন- আসুন, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এই নিরাপরাধ মানুষ হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সুস্থ রাজনীতি চর্চা করি। ব্যারিস্টার আরশী আলী আরো বলেন, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারপ্রান্তে নারী নিগ্রহের ঘটনা পত্রিকা পড়ে এবং টিভি ফুটেজ দেখে, আমি স্তম্ভিত, ব্যথিত, নীতি-নৈতিকতার দিক থেকে আমরা এখনো অনেক পিছিয়ে। নারী মায়ের জাত, তাদের সাথে কী আচরণ করেছে এই নরপশুরা। ধিক্কার আমাদের শিক্ষা- সে শিক্ষা পরিবারে হউক আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে হউক। নারী নিগ্রহের ঘটনায় সেদিনের প্রতিবাদী ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীকে স্যালুট জানাই। যারা প্রতিবাদী তারা সাহসী তারাই আমাদের অসম্প্রদায়িক রাষ্ট্র গড়ার কারিগর। তার মত প্রতিবাদী ও সাহসী হওয়ার জন্য নেতা কর্মীকে আহবান জানান। পহেলা বৈশাখের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি নারীদের চলাফেরা যেন নিরাপদ হয়। তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। লেখক, বিজ্ঞানী ডঃ অভিজিৎ রায় এবং ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাকারীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসব ঘটনায় পুলিশের কারও গাফিলটি থাকলে তারও শাস্তির ব্যবস্থা করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান ও আব্দুল কুদ্দুছ সর্দার, যুগ্ম সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, কোষাধ্যক্ষ প্রদ্যুৎ রায়, প্রচার সম্পাদক এনামুল করিম এনাম, সমাজ সেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, দুলাল মিয়া, নিবাস রঞ্জন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি