হরতালে যানজটে নাকাল নগরবাসী

21

Fainal Photoস্টাফ রিপোর্টার :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা হরতালে গতকাল সিলেটে জনজীবন স্বাভাবিক ছিল। নগরীর স্থানে স্থানে অন্য দিনের মতো যানজট ছিল। ছিল না কোন পিকেটিং। এছাড়া হরতালের সমর্থনে নগরীর কোথাও কোনো মিছিল ও সমাবেশের খবর পাওয়া যায়নি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল অব্যাহত ছিল। কোথাও কোথাও যানজট লেগে রয়েছে। সিলেট রেল স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। পাশাপাশি দুরপাল্লার বাসগুলোও অন্যদিনের মতো যথানিয়মে কদমতলী কেন্দ্রীয় বাস ট্যারমিনাল থেকে ছেড়ে গেছে। এছাড়াও নগরীর বড় বিপণিবিতান ছাড়া খোলা ছিল সব দোকানপাট। কঠোর অবস্থানে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তায় নিয়জিত ছিল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, নগরীর বিভিন্ন স্থানে নাশকতা রোধে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।