বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ স্বাস্থ্যসেবার সূচকে ভারত থেকে এগিয়ে বাংলাদেশ

44

সিলেটে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবার চিত্র সারাবিশ্বে অনুকরণীয়। ভারত অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে থাকলেও স্বাস্থ্য সেবার সূচকে বাংলাদেশ তাদের চেয়ে এগিয়ে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
গতকাল শনিবার সকাল ১১টায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সার্ভিস প্রমোটর আবদুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেন, জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নে সীমান্তিকের ভূমিকা অপরিসীম। জনগণের মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থার কার্যক্রমের ফলে বর্তমানে জনগণ স্বাস্থ্য সেবা পূরণ করছে। এক্ষেত্রে আমাদের গ্রামাঞ্চলে এখন মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার ক্রমান্বয়ে কমে আসছে। সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদানের কারণে জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. এমাদ উদ্দিন নাসিরী, মোগলাবাজার ইউপি সদস্য মিলাদ আহমদ, রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উইনিং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের স্বত্ত্বাধিকারী জামাল উদ্দিন, আল হিকমা ইসলামী কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক ফয়ছল ইসলাম মামুন, সহকারী শিক্ষক আফাস উদ্দিন, ছাত্রলীগ নেতা নন্দন পাল, ক্লিনিক প্যারামেডিক রুমন ব্যানার্জী, মিনাক্ষী রায়, এডমিন এসিস্ট্যান্ট আলমগীর হোসেন, কাউন্সিলর শান্তনা রানী নাথ, মিসবাহ উদ্দিন জনি, আল আমিন, ফয়েজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি