জৈন্তাপুরে বাঁশকল প্রত্যাহারের দাবিতে ট্রাক অবরোধ চলছে

45

10-04-2015 Jaintapur (3)স্টাফ রিপোর্টার :
জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কে বাঁশকল বসিয়ে প্রশাসনের চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিকদের ধর্মঘট চলছে। শ্রমিকরা সমাবেশ করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সড়ক থেকে বাঁশকল প্রত্যাহারের।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে শ্রমিক সমাবেশের পর বাঁশকল প্রত্যাহারের এই আল্টিমেটাম ঘোষণা করা হয়।
গতকাল শুক্রবার সকাল থেকে সিলেট-তামাবিল সড়কে ট্রাক অবরোধ চলছে। শত শত ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে শ্রমিকরা খাস কালেকশনের নামে প্রশাসনের চাঁদাবাজির প্রতিবাদ করছেন।
শ্রমিকরা দাবি করেন, খাস কালেকশনের নামে একটি চক্র এখানে চাঁদা আদায় করছে ট্রাক চালকদের কাছ থেকে। তাই তারা বাঁশকল প্রত্যাহার ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।
সিলেট জেলা ট্রাক পিকাআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম সভায় এ ঘোষণা দেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি না মানলে সিলেট জেলায় ট্রাক ধর্মঘট শুরু হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।